আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপে দুই দলেরই এটি শেষ ম্যাচ। দুই দলই ইতোমধ্যে বিদায় নিয়েছে। তাই এটি শুধুই নিয়মরক্ষার ম্যাচ। ৮ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ওয়েস্ট ইন্ডিজ এখন নবম অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, মাছরাঙা টেলিভিশন, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১।
ক্যারিবীয়রা তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালেও পরে একটিতেও জয় পায়নি। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবাদে এক পয়েন্ট পায় তারা। অন্যদিকে, ৮ ম্যাচ শেষে শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে আফগানিস্তান। তারা একটিতেও জয় পায়নি।
সুতরাং আজই তাদের শেষ সুযোগ এই বিশ্বকাপে জয় তুলে নেয়ার। এই দুই দলই বাছাইপর্ব খেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল।
আজ একাদশে দুইটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন সুনিল আমব্রিস ও শ্যানন গ্যাব্রিয়েল। একাদশে ঢুকেছেন এভিন লুইস ও কেমার রোচ। অন্যদিকে, আফগানিস্তানও দুইটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন হাশমতউল্লাহ শহীদি ও হামিদ হাসান। সুযোগ পেয়েছেন সৈয়দ শিরজাদ ও দৌলত জাদরান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: গেইল, এভিন লুইস, হোপ (উইকেটরক্ষক), হেটমায়ার, হোল্ডার (অধিনায়ক), পুরান, কার্লোস ব্র্যাথওয়েট, কেমার রোচ, অ্যালেন, কটরেল, থমাস।
আফগানিস্তান একাদশ: গুলবদিন (অধিনায়ক), রহমত শাহ, সৈয়দ শিরজাদ, ইকরাম আলী খিল (উইকেটরক্ষক), আসগার আফগান, নাজিবউল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশীদ খান, দৌলৎ জাদরান, মুজিব উর রহমান।