“আমি এবং আমার স্বামী দুইজন মিলে নিয়মিত বাগানের পরিচর্যা করে থাকি” – সালমা সুলতানা


বাংলা সংবাদের নিয়মিত আয়োজন ‘বাড়ির আঙ্গিনায় বাগান’ বিভাগে আপনাকে স্বাগতম। পেশায় রাজনীতিবিদ এবং ব্যাংকার সালমা সুলতানা অনেকদিন ধরেই বাড়ির আঙ্গিনায় বাগান করছেন। । সম্প্রতি তিনি বাংলা সংবাদের সম্পাদক ও প্রকাশক ইকবাল ফেরদৌসকে তার বাগান করার অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছেন।

বাংলা সংবাদ: আমেরিকায় কবে এসেছেন? কোথায় থাকেন?  এবং এখানে আসার আগে কোথায় ছিলেন?

সালমা সুলতানা: আমি আমেরিকায় এসেছি ২১ বছর আগে। প্রথমে ওকলাহোমায় ৩ বছর ছিলাম। বর্তমানে মিশিগানের ডেট্রয়েট মেট্রোপলতান শহরের সাবার্বান ক্যান্টন এ ১৮ বছর ধরে বসবাস করছি। এখানে আসার আগে আমি বাংলাদেশের সিলেটে বসবাস করতাম। সেখানে আমি জনতা ব্যাংকের সিলেট কর্পোরেট শাখায় কর্মরত ছিলাম।

বাংলা সংবাদ: বাগান কবে থেকে শুরু করেছেন?

সালমা সুলতানা: আমি প্রায় ১৫ বছর ধরে ফুলবাগান করছি । প্রথমদিকে শুধু গোলাপ চাষ করলেও এখন গাঁদা, যারমেনিয়া, লিলি, এলিসাম, আইরিশ, সালভারিয়া, পিটুনিয়া, টিউলিপ ফুলের চাষ করছি। তাছাড়া সবজি বাগান শুরু করেছি দুই বছর আগে। এখন সব রকমের সবজি অল্প স্বল্প করে থাকি।

বাংলা সংবাদ:  বাগানের খরচ কেমন?

সালমা সুলতানা: বাগানে আমি খুব বেশি খরচ করিনি। শুধু টপ সয়েল, চারা বীজ আর সারের যা খরচ হয়েছে ততটুকুই।

বাংলা সংবাদ: বাগানের  চারা কোথা থেকে নিয়ে আসেন?

সালমা সুলতানা: আমি বাগানের চারা বন্ধুদের কাছ  নিয়ে আসি। তাছাড়া প্যারাডিসে নামে একটা দোকান হতেও সংগ্রহ করি।

বাংলা সংবাদ: বাগান পরিচর্যায় কতটুকু সময় যায়?

সালমা সুলতানা: বাগান পরিচর্যায় দিনে গড়ে ২ ঘন্টা সময় দিলেই চলে।   আমি এবং আমার স্বামী  দুইজন মিলে নিয়মিত বাগানের পরিচর্যা করে থাকি।

বাংলা সংবাদ: আপনি কেন বাগান করেন?

সালমা সুলতানা:  আমরা দুজনে বাগান করি কারণ এটা করার মধ্য দিয়ে আমরা মানসিক আনন্দ পায়। তাছাড়া বাগান আমাদেরকে কর্মব্যস্ত জীবন থেকে একটু হলেও বিরত থাকতে সাহায্য করে এবং সবশেষে আমরা এখান থেকে টাটকা সবজিও পেয়ে থাকি।

বাংলা সংবাদ: বাগান করার উপকারিতা কি?

সালমা সুলতানা:  আমার কাছে বাগান করার উপকারিতা অপরিসীম। এটি আমাকে ইতিবাচক দিকে মনকে নিতে সাহায্য করে। তাছাড়া আমি বাগান থেকে নিজে তাজা শাক সবজি খেতে পারি এবং প্রতিবেশীদের খাওয়াতে পারি।

বাংলা সংবাদের নিয়মিত আয়োজন ‘বাড়ির আঙ্গিনায় বাগান’ বিভাগে আপনার লেখা প্রকাশ করতে যোগাযোগ করুন:  ইকবাল ফেরদৌস, সম্পাদক ও প্রকাশক, বাংলা সংবাদ। মোবাইল:+1 586-481-6134 , ইমেইল: banglashangbad@gmail.com ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *