বাংলা সংবাদ ডেস্ক :: অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এর ১৮তম আসর। আগামী ৭ এপ্রিল আমেরিকার নিউইয়র্কে জ্যামাইকার এমাজুরা হলে অনুষ্ঠিত হবে এবারের আসর।

জমকালো এই আয়োজনের মঞ্চে অংশ নেবেন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুক, সংসদ সদস্য, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, জাহিদ হাসান, মিশা সওদাগর, জায়েদ খান, নাদিয়া, ভাবনা, প্রভা, তানজিন তিশা, পিয়া বিপাশা, হৃদয় খান, তাহসানসহ অনেকে।
একই মঞ্চে নাচ-গানে দর্শক মাতাবেন বলিউড অভিনেত্রী সানি লিওন।
বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিক-এর কর্ণধার আলমগীর খান আলম।
আলমগীর খান আলম জানান, দীর্ঘ ১৭ বছর ধরে বিদেশের মাটিতে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ নামে এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সেরা শিল্পীদের সম্মান জানান প্রবাসীরা। প্রতিবারই অনুষ্ঠান ঘিরে নানা চমক রাখা হয়। এবারও এর ব্যতিক্রম ঘটছে না।

তিনি আরও জানান, ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে এবারেই প্রথম বলিউড অভিনেত্রী সানি লিওন মঞ্চ কাঁপাবেন। বাংলাদেশি কোনো ইভেন্টে এর আগে সানিও লিওন পারফর্ম করেননি।