উচ্ছেদে অনিয়মের অভিযোগ: ছাতকে অবৈধ স্থাপনা


বাংলা সংবাদ ডেস্কঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে বীর মুক্তিযোদ্ধা চত্বরের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে পক্ষপাতিত্বের অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে স্থাপনা উচ্ছেদ না করে ভাসমান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ করে এ সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জ-সিলেট সহাসড়ক যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটি ও জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

সুনামগঞ্জ শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজোতি পাবলিক মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

লিখিত বক্তব্যে বলা হয়, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের গোবিন্দগঞ্জ বীর মুক্তিযোদ্ধা চত্বরের লাগোয়া মৌজার ৬২ নম্বর দাগে সরকারি খাল। সড়কের লাগোয়া সেই খালটিতে অবৈধ স্থাপনা। সরকার ও সুপ্রিমকোর্টের সিদ্ধান্ত হচ্ছে ১০ মিটারের মধ্যে স্লোপ থেকে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। কিন্তু গত তিন দিন ধরে ছাতকের গোবিন্দগঞ্জের সিলেট সুনামগঞ্জ সড়কে উচ্ছেদ অভিযানের কার্যক্রম চলমান থাকলেও এখানে ধনী ও বিত্তশালীরা যারা অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য করে আসছেন তাদের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়নি। বরং যারা ছাউনি দিয়ে মাছ ও সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু সড়কের পাশে এক নম্বর দাগসহ ৬২ ও ৩৬ নম্বর দাগ একটি হলো খাল একটি হলো রাস্তার পাশ এগুলো উচ্ছেদ করা হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *