যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন শহরে আগামী ২৯ এপ্রিল দুই দিনব্যাপী ঈদ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর মিশিগানে বসবাসরত বাংলাদেশিদের জন্য এটি বড় ঈদ মেলা।
এই মেলা আয়োজন করছেন কামাল উদ্দিন। মেলা সম্পর্কে তিনি বাংলা সংবাদকে জানান, পুরোপুরি বাংলাদেশের ঈদের আমেজ ও আনন্দ এখানকার বাংলাদেশিদের মাঝে ছড়িয়ে দেয়া এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী ঈদের সম্পূর্ণ কেনাকাটা যাতে ক্রেতারা একইস্থানে করতে পারে সে উদ্দেশ্যেই ইনডোরে এ মেলার আয়োজন।
তিনি আরও জানান, ইতিমধ্যে স্টল বুকিং শেষ হয়েছে। এখন শুধু মাত্র যদি কেউ বাতিল করে থাকে, তাহলে নতুনদের বরাদ্দ দেওয়া সম্ভব হবে। তবে স্পন্সরশিপ গ্রহণ করা হচ্ছে । মেলার বিস্তারিত তথ্য পরবর্তী প্রেস বিজ্ঞপিতে জানানো হবে।
এ মেলায় থাকছে পোশাক, খাবার, মেহেদী, জুয়েলারি, হস্তশিল্প, গিফট আইটেম এবং বিনোদনের সরঞ্জামাদির প্রায় ৩০ টি বুথ বা স্টল।
চাঁদ রাত উপলক্ষে ওয়ারেন শহরের বৃহৎ এই ঈদ মেলায় স্পন্সরশিপ-এর জন্য আজই কামাল উদ্দিন ৩১৩ ৯১৫ ৭৫৬০ এর সাথে যোগাযোগ করুন।
মেলাটি ২৯ এপ্রিল শুরু হবে এবং ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সময়: বিকাল ৩ টা থেকে মধ্য রাত পর্যন্ত।