যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন শহরে ১ এপ্রিল থেকে কার্বসাইড ইয়ার্ড বর্জ্য পিকআপ শুরু হবে এবং চলবে ১ ডিসেম্বর পর্যন্ত ৷
শহরের স্যানিটেশন বিভাগ এই সময়ের মধ্যে ৯৫ গ্যালন বাদামী-ঢাকনাযুক্ত পাত্র এবং কম্পোস্ট ব্যাগ থেকে ইয়ার্ডের বর্জ্য সংগ্রহ করবে।
ওয়ারেন শহরের কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানায়।
ফেসবুক পোস্টে আরও জানানো হয়, শহরের বাসিন্দাদের যদি ইয়ার্ডে অনেক ব্যাগ জমা হয় এবং কার্বসাইড ইয়ার্ড বর্জ্য পিকআপ শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে না পারেন, তাহলে তারা বর্জ্য ২৫৬০১ ফ্ল্যান্ডার্স এভিনিউতে অবস্থিত রিসাইক্লিং সেন্টারে নিয়ে যেতে পারে।
ইয়ার্ডের বর্জ্য, রিসাইক্লিং এবং পিকআপ সংক্রান্ত আরও তথ্যের জন্য ওয়ারেন শহরের ওয়েবসাইটের স্যানিটেশন বিভাগে অথবা স্যানিটেশন ডিভিশনকে (৫৮৬) ৭৭৫-১৪০০ নম্বরে কল করার জন্য বলা হয়।