কোভিড-১৯: ‘ওমিক্রন’ নিয়ে জি-৭ এর স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠক 


বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় করণীয় সম্পর্কে আলোচনা করতে জি-৭ এর অন্তর্ভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে যুক্তরাজ্য।

নতুন এই ধরনটি সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। যার বৈজ্ঞানিক নাম বি.১.১.৫২৯ এবং  ২৬ নভেম্বর এর নাম ‘ওমিক্রন’ দেওয়া হয়। ‘ওমিক্রন’ করোনাভাইরাসের অন্যান্য ধরন থেকে বেশি সংক্রমণযোগ্য।

সংক্রমণ মোকাবিলায়  ইতিমধ্যেই কাতার,  মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত এবং নেদারল্যান্ডসসহ আরো অনেক দেশ দক্ষিণ আফ্রিকায় ভ্রমণে  নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কিন্তু নতুন এই ধরনটি এখন নেদারল্যান্ডস থেকে যুক্তরাজ্য, বতসোয়ানা, হংকং এবং অস্ট্রেলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

গত রবিবার (২৮ নভেম্বর) কানাডায় দুই ব্যক্তির মধ্যে প্রথম ‘ওমিক্রন’ ধরন শনাক্ত হয়েছে।  তারা সম্প্রতি নাইজেরিয়ায় ভ্রমণ করে দেশে ফিরে।

উল্লেখ্য, গ্রুপ অফ সেভেন বা জি-৭ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক ফোরাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *