জালালাবাদ সোসাইটি অব মিশিগান এর কার্যনিবাহী সভা অনুষ্ঠিত হয়েছে । গত ২৮ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি মো এন ইসলাম শামীমের মিশিগানস্থ কার্য্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসী কমিউনিটির স্বার্থ রক্ষায় অতিতের ন্যায় কাজ করার লক্ষ্যে ও সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনার জন্য সভায় বেশ কিছু প্রস্তাব গ্রহন করা হয়।
গৃহীত পদক্ষেপ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে জালালাবাদ সোসাইটি অব মিশিগান আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ। সভায় ২০২২ সালের মে মাসের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ২৯ মে নির্ধারণ করা হয়।
অবাধ ও সুষ্টু নির্বাচনের লক্ষ্যে উক্ত সভায় একটি নির্বাচন কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়। এ সময় আগামী সভাতেই আসন্ন নির্বাচনের জন্য কমিটি গঠন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজ, সাধারন সম্পাদক মোহাম্মদ এ হোসান সুলেমান, উপেদষ্টা নিজাম উদ্দিন আহমদ, ফারুক আহমদ চান, মনির আহমদ,মুহিত মাহমুদ প্রমুখ।