প্রেসিডেন্ট ট্রাম্প, তার আইনজীবি ও মিত্ররা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনো উপায়ে বা প্রক্রিয়ার মাধ্যমে যদি জয় খুঁজে পাওয়া যায় আর তার শেষ চেষ্টাটাই এখন তারা করছেন।
ট্রাম্পের আইনজীবি রুডি জুলিয়ানি আজ মিশিগান হাউস ওভারসাইট কমিটির কাছে মিশিগানের ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতি ও অনিয়মের বিষয়ে শুনানিতে অংশ নিতে আসছেন। ট্রাম্পের আইনজীবি জুলিয়ানি বলেছেন, ট্রাম্পের নির্বাচনী কর্মকর্তারা মিশিগানে তিন লাখ অবৈধ ব্যালট চিহ্নিত করেছেন।
মিশিগানে ইতিমধ্যে ভোটের ফলাফল প্রত্যায়িত হয়ে সরকারিভাবে বাইডেন নির্বাচিত হয়েছেন। বাইডেন ১ লাখ ৫৪ হাজার ভোটের ব্যবধানে ট্রাম্পকে মিশিগানে হারিয়েছেন। ইউএস অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ১ ডিসেম্বর বিকেলে ঘোষণা করেছেন যে, বিচার বিভাগ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে পরিবর্তন করতে পারে এমন ব্যাপক ভোট জালিয়াতির কোন প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে গতকাল মিশিগান সিনেট ওভারসাইট কমিটির রিপাবলিকান দলের সদস্যরা ডেট্রয়েটের টিসিএফ কেন্দ্রের ভোট গনণার অনিয়মের বিষয়ে শুনানিতে অংশগ্রহণ করেছেন। আজ স্টেট হাউজে একই রকম শুনানিতে অংশ গ্রহণ করবেন ট্রাম্পের আইনজীবি সাবেক নিউইয়র্ক সিটির মেয়র জুলিয়ানি। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে, জুলিয়ানি কি পর্যাপ্ত পরিমাণ প্রমাণ নিয়ে মিশিগান আসছেন যে এখানে ভোটে বিপুল অনিয়ম ও জালিয়াতি হয়েছে।