ডেট্রয়েট পুলিশ চিফ জেমস ক্রেগ কোভিড -১৯ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। শুক্রবার মেয়র মাইক ডুগান আক্রান্ত হওয়ার খবরটি ঘোষণা করেন।
এমতাবস্থায় ৬৩ বছর বয়স্ক ক্রেগ কোয়ারেন্টাইন এ থাকবেন। তিনি এক সংবাদমাধ্যমকে জানান প্রাথমিকভাবে ভেবেছিলেন তাঁর লক্ষণগুলি মৌসুমী অ্যালার্জির সাথে সম্পর্কিত।
“সামান্য কাশি, মাথাব্যথা যা আমার পক্ষে সাধারণ,” ক্রেগ বলেছিলেন। “সুতরাং, আমি অত্যধিক উদ্বিগ্ন ছিল না।”
সহকারী চিফ জেমস হোয়াইট পুলিশ প্রধানের অনুপস্থিতিতে বিভাগের প্রতিদিনের কাজকর্মের তদারকি করবেন। ক্রেগ এখনও বাড়ি থেকে কাজ করবেন।
মেয়র ডুগান জানান যে সব মিলিয়ে ৩৯ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত। যার মধ্যে ৪৬৮ জন বর্তমানে কোয়ারেন্টাইন আছেন। গতকাল ৩৫ জন অফিসার কোয়ারেন্টাইন থেকে ফিরেছেন এবং আরও ১১৯ অফিসার খুব দ্রুত কোয়ারেন্টাইন থেকে কর্মে যোগদান করবেন।