ঢাকা বিভাগ কল্যাণ সংঘ, মিশিগানের ১৮তম বনভোজন অনুষ্ঠিত


ঢাকা বিভাগ কল্যাণ সংঘ, মিশিগানের ১৮তম বার্ষিক বনভোজন ২০২১ রবিবার (আগস্ট ২২) এম স্টোনি ক্রিক মেট্রোপার্কের ওয়েস্ট ব্রাঞ্চ নর্থ পিকনিক শেল্টারে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  সকাল ১১.৩০ মিনিটে সংগঠনের সভাপতি ফিরোজ মাহমুদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক  জসিম উদ্দিন আহমেদের পরিচালনায় বন ভোজনের কাযর্ক্রম আনুষ্ঠিক ভাবে শুরু করা হয়।

এ আয়োজনে বিশেষ আকর্ষন ছিল ক্রীড়া প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র এবং মধ্যাহ্নভোজ।

খেলাধুলার পরিচালনায় ছিলেন খোরশেদ আলম, সহযোগিতায়  সোনিয়া ইসলাম এবং জাহাঙ্গীর আলম ।

একেএম মাসুদুজ্জামনের পরিচালনায় এবং ড: সাইফুল ইসলাম, খন্দকার মেজবাউর রহমান, রফিকুল ইসলাম, নওশের আলম এবং মোশেদুর  রহমানের সহযোগিতায় মখরোচক খাবার পরিবেশন করা হয়।

খেলাধুলা, র‌্যাফেল ড্র, পুরষ্কার বিতরনী এবং সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বনভোজনের কার্যক্রম সমাপ্ত করা হয় ।

১৮তম বনভোজনে উপস্থিতি ও সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *