এম রেজা টুনু সুনামগন্জ জেলা প্রতিনিধি:: আগামী ২৯ মার্চ জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বি এন পির মনোনয়ন চেয়ে আগ্রহের কথা প্রকাশ করেছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাজী জুলহাসানুল হক চৌধুরী জুয়েল । তবে আজ (২৫ফেব্রুয়ারি) কেন্দ্রীয় এক বৈঠকে তাঁর দলীয় মনোনয়ন দাবি প্রত্যাহারের ঘোষনা দেয়ার পরপরই নেতাকর্মীদের প্রশংসায় ভাসছেন তিনি। হাজী জুলহাসানুল হক চৌধুরী জুয়েল রাজনীতির পাশাপাশি সমাজসেবা এবং শিক্ষা বিস্তারে সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় এক নাম।
মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে হাজী জুলহাসানুল হক চৌধুরী জুয়েল বলেন, আমি বি এন পি পরিবারের সন্তান। দলের প্রতি আমার যতেষ্ট সম্মান রয়েছে। আমি শহীদ জিয়ার আদর্শের একজন সাধারণ কর্মী হয়ে কাজ করতে চাই। এমন দৃষ্টিভঙ্গি থেকে আমি আমার দলীয় মনোনয়ন চাওয়া প্রত্যাহার করে নিলাম। যেনো দলের হাই কমান্ড সহজে একজন প্রার্থী মনোনীত করতে পারেন। আমি প্রত্যাশা করছি দল একজন সৎ সাহসী ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে।