পরিবেশ-প্রতিবেশ সুরক্ষা ও নির্মল বায়ুপ্রবাহের জন্যে সকলে বেশি করে গাছ লাগান : পরিবেশ মন্ত্রী


নির্মল বায়ুপ্রবাহ, টেকসই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। খাদ্যের উৎস, অর্থনৈতিক উন্নয়ন, চিত্তবিনোদন এবং পরিবেশ জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ থেকে আমরা বিভিন্ন প্রকার ফল, মিষ্টি রস, ভেষজদ্রব্য, কাঠখড়িসহ অনেক মূল্যবান সম্পদ পাই। বিভিন্ন প্রকার ফল উৎপাদনে বৃক্ষের যথেষ্ট ভূমিকা রয়েছে। ফল শারীরিক ও মানসিক পরিপূর্ণতা বিকাশ লাভে সহায়তা করে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রবিবার (১২ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজেফুল ও ফুলবাগানউদ্বোধন এবং নতুন একাডেমিক ভবন

কলেজ বাগানে বৃক্ষরোপণ করছেন পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন

নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি কলেজ ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘সঠিক জ্ঞান সাধনার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরিবেশ বাঁচাতে প্রত্যেকে বাড়ির আঙিনায় একটি করে ফলজ, বনজ ভেষজ গাছ রোপণ করতে হবে।’

কোভিড১৯ সংক্রমনের কথা উল্লেখ করে পরিবেশ মন্ত্রী বলেন, “প্রাকৃতিক মানবসৃষ্ট উভয় পরিবেশের সমন্বয়েই সৃষ্টি হয়েছে আমাদের সুন্দর পরিবেশ। করোনাকালে আমরা অনুভব করছি অক্সিজেনের গুরুত্ব। মানুষের অসচেতনতা এবং অনিয়ন্ত্রিত আচরণের কারণেই পরিবেশ দূষণ হচ্ছে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই পরিবেশ দূষণ রোধে আমাদের সকলকে অগ্রণীভূমিকা পালন করতে হবে।”

কলেজের পক্ষে মানপত্র পাঠ করছেন বিজ্ঞান শাখার ছাত্রী তানহা জুবায়ের হুব্বী ।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা কলেজ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অত্র কলেজের প্রভাষক এম.. হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ .কে.এম. হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বড়লেখা পৌরসভার মেয়র, আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সুন্দর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ মন্ত্রীর এপিএস কবিরুজ্জামান চৌধুরী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, কলেজের সহকারী অধ্যাপক মো. বেলাল উদ্দিন, সহকারী অধ্যাপিকা শাহিদা আক্তার, সহকারী অধ্যাপক সমর কুমার দাস, জ্যেষ্ঠ প্রভাষক মো. মোশারফ হোসেন, প্রভাষক মো. নাসির উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, বড়লেখার সুধীজন বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিতির একাংশ, বক্তব্য রাখছেন পরিবেশ মন্ত্রী

কলেজের পক্ষ হতে কলেজ গেটে প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে তোরণ নির্মাণ করা হয়।
কলেজের বিজ্ঞান শাখার ছাত্রী তানহা জুবায়ের হুব্বী মন্ত্রীর সম্মানে কলেজের পক্ষে একটি মানপত্র পাঠ করেন। আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দিচ্ছেন কলেজের প্রভাষক এম.এ. হাসান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *