সিলেট নগরীর জল্লারপাড়স্থ পাঁচভাই রেস্টুরেন্টে ছাত্রলীগ ক্যাডারদের হাতে হামলার শিকার হয়েছেন তিন প্রবাসী যুবক। আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌণে ১২টার দিকে পাঁচভাই রেস্টুরেন্টে খাবার খেয়ে বের হচ্ছিলেন লন্ডন প্রবাসী ৩ যুবক। এসময় বাইরে থাকা কয়েকজন ছাত্রলীগ ক্যাডার তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে। তখন ঐ প্রবাসী যুবক এর প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালায়। এসময় প্রবাসীদের ব্যবহৃত গাড়িটিও ভাংচুর করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলাকারী ছাত্রলীগ ক্যাডাররা সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি
পিযুষ কান্তি দে’র গ্রুপের কর্মী।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেট কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়াসহ পুলিশ সদস্যরা। ওসি বলেন, খারাপ মন্তব্য করার প্রতিবাদ করায় পাঁচভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসী যুবকের উপর হামলা চালিয়েছে পিযুষ গ্রুপের কর্মীরা। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেছে। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।