আপনি বা আপনার পরিচিত কারো বাড়ি ফোরক্লোজারের (একটি আইনি প্রক্রিয়া যা ঋণদাতা বা পরবর্তী ঋণের মালিককে ঋণের ঋণ মেটাতে আপনার সম্পত্তি বিক্রি করতে দেয়) সম্মুখীন হলে ২৫ মার্চ সকাল ১০ টা থেকে দুপুর দুইটার মধ্যে লাস্কি রিক্রিয়েশনাল সেন্টার, ফেনেলোন স্ট্রীট মিশিগানে অবস্থিত এইচ.ও.পি.ই (হোপ H.O.P.E) অ্যাপ্লিকেশন ক্লিনিকে আসুন।
এইচ.ও.পি.ই (হোপ H.O.P.E) অ্যাপ্লিকেশন ক্লিনিক আপনাকে আপনার বাড়ি হারানো থেকে রক্ষা করার জন্য কাগজপত্র ঠিক করতে সাহায্য করবে। এ কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত চলবে।