বিভিন্ন নাটকীয়তা ও গুজবের পর মিশিগানের ৪ জনের মধ্যে ৩ জন ক্যানভাসার ৩ নভেম্বরের নির্বাচনের অনুমোদন দিয়েছেন


গত ২৩ নভেম্বর বিকেলে বিভিন্ন নাটকীয়তা ও গুজবের পর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মিশিগান বোর্ড অব স্টেট ক্যানভাসাররা গত ৩ নভেম্বরের নির্বাচনের অনুমোদন দিয়েছেন।

মিশিগানে এখন সরকারীভাবে জো বাইডেন নির্বাচিত। অনুমোদনটি ৩ -০  ভোটে পাশ হয়েছে।  দুজন ডেমোক্রেট এবং একজন রিপাবলিকান দলের বোর্ড সদস্য অ্যারন ভ্যান ল্যাঙ্গভেল্ডে শংসাপত্রের সমর্থনে ভোট দিয়েছেন। রিপাবলিকান দলের অন্য সদস্য নর্ম শিঙ্কল ভোট বর্জন করেন।

শিঙ্কল বলেন আমার ভোট দেয়ার কোন পরিকল্পনা নেই, কারণ ওয়েইন কাউন্টির ভোট গণনা ও এবসেন্টি ভোট নিয়ে যে জটিলতা রয়েছে তার দিকে আগে নজর দেয়া প্রয়োজন।  রাজ্যের দুইজন রিপাবলিকান ও দুইজন ডেমোক্রেট সমন্বিত বোর্ড অব স্টেট ক্যানভাসার্স এ ভোটে অংশ নেয়ার সরকারি বিধান রয়েছে।

আজ সারাদিন ব্যাপী রাজ্যে জোর গুজব রটে ছিল রিপাবলিকান দলের দুজন ক্যানভাসার ভোটে অংশ গ্রহণ না করে ভোটের ফলাফল অনুমোদন আরো বিলম্বিত করবেন এবং এতে একটি সাংবিধানিক জটিলতা সৃষ্টি হবে।  রিপাবলিকান দলের দুই সদস্য ভোটের ফলাফল অনুমোদনের ব্যাপারে একমত হতে পারেননি।

অ্যারন ভ্যান যুক্তি দেখিয়েছিলেন আইনটি বাইডেনের বিজয়ের শংসাপত্রের প্রয়োজন কিন্তু শিঙ্কল পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন অব্যাহত রেখেছিলেন।  এদিকে বাইডেনের মিশিগান নির্বাচনী প্রচারের মুখপাত্র ব্যান হ্যালি বোর্ডের এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেন, বাইডেন এখানে ১ লাখ ৫৪ হাজার ভোট বেশী পেয়ে জিতেছেন, এটি দিবালোকের সত্য এবং স্বীকৃত।

তিনি আরো বলেন,আমাদের সমর্থন দেয়ার জন্য মিশিগানবাসীকে অনেক অনেক ধন্যবাদ, আমরা অপেক্ষায় আছি মিশিগানের ১৬ টি ইলেকট্রোল ভোটের।  এদিকে ট্রাম্পের নির্বাচনী সিনিয়র আইন উপদেষ্টা জেনা এলিস বলেছেন, আমরা সারা দেশে জালিয়াতি ভোটের জন্য লড়াই করে যাচ্ছি, আমেরিকানদের অবশ্যই নিশ্চিত হতে হবে চুড়ান্ত ফলাফল সুষ্ট ও বৈধ।

ভোট প্রত্যায়নের পর মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার ইউ এস সেক্রেটারি অব স্টেটকে রাজ্যের পপুলার ভোটের বিষয়টি অবহিত করবেন এবং নির্বাচকরা আগামী মাসে রাজ্যের রাজধানী ল্যান্সিংয়ে ইলেক্টোরাল কলেজে মিশিগানের ১৬ টি ভোট দিবেন।

মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার গত ২৩ নভেম্বর ৩ জন স্টেট ক্যনভাসারদের আইন অনুসরন করে ভোট দেয়ার জন্য ধন্যবাদ জানান, তিনি বলেন, আগামী ২০ জানুয়ারী বাইডেন হবেন আমাদের পরবর্তী প্রেসিডেন্ট।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *