জেনিফার গ্রানহাম
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেন গতকাল ১৯ ডিসেম্বর তার নতুন মন্ত্রীসভার জ্বালানী বিভাগের মন্ত্রী হিসাবে মিশিগানের সাবেক গভর্নর জেনিফার গ্রানহামের নাম ঘোষণা করেন।
তিনি গতকাল ডেলোয়ারে তার সাথে প্রশাসনে কাজ করবেন এমন ৬ জনকে পরিচয় করিয়ে দেন। গ্রানহামকে পরিচয় করিয়ে দেবার সময় বাইডেন বলেন ‘তিনি আমার একজন ভাল বন্ধু, পরিবেশ ও জ্বালানী বিভাগের সদস্যরা মেধাবী, যোগ্য ও পরিক্ষিত’।
তিনি আরো বলেন, আগের যেকোন সময়ের চেয়ে প্রশাসনে, মন্ত্রীসভায় আমিইসবচেয়ে বেশী নারী সদস্য নিয়োগ দিয়েছি। জেনিফার গ্রানহাম পরিচিতি অনুষ্টানে তাকে জ্বালানী সেক্টরের মন্ত্রী করায় ও তার প্রতি তাদের আত্মবিশ্বাসের জন্য বাইডেন ও কমলা হ্যারিসকে ধন্যবাদ জানান, তিনি বলেন আসছে বছরগুলিতে দেশ ও গাড়ী কোম্পানীগুলো বৈদ্যুতিক গাড়ী ও ব্যাটারী তৈরীতে ট্রিলিয়ন ডলার খরচ করবে এবং সেখানে লাখ লাখ কর্মসংস্থানের সৃষ্টি হবে।
৬১ বছর বয়েসী গ্রানহাম বলেন, ৪ বছর বয়সে মা বাবার সাথে তিনি কানাডা থেকে এখানে অভিবাসী হিসাবে এসেছিলেন। তিনি একজন রাজনীতিবিদ, আইনজীবি, শিক্ষকবিদ, লেখক ও রাজনৈতিক ভাষ্যকার। তিনি ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মিশিগানের গভর্নর ছিলেন। ২০১৭ সালে সিএনএন এ রাজনৈতিক ভাষ্যকার হিসাবে যোগদান করেন।
জো বাইডেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ তাই জ্বালানীর উৎসগুলি বিশেষ করে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে কার্বন নি:সরণ হ্রাস করতে হবে এব্যাপারে গ্রানহামকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। বিগত দিনগুলোতে তিনি দেশের জ্বালানী শিল্পকে কিভাবে তেল, গ্যাস ও কয়লা নির্ভরতা থেকে বায়ু ও সৌর জ্বালানীতে রুপান্তরিত করা যায় তার উপর কাজ করে যাচ্ছেন।
গ্রানহামের সাথে কাজ করেছেন এমন একজন ক্যালিফোর্নিয়ার বার্কলে ইউনিভার্সিটির অধ্যাপক ড্যান কামম্যান বলেন, জ্বালানী বিভাগে তার নিয়োগ অসাধারণ ও অভাবনীয় কারণ তিনি প্রযুক্তি বুঝেন, কিভাবে বড় এজেন্সি চালাতে হয় তিনি জানেন। ২০০৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনে বারাক ওবামা নির্বাচিত হওয়ার পর গ্রানহামকে যুক্তরাষ্ট্রের জ্বালানী সেক্রটারীর পদটি দেয়ার কথা বিবেচনা করা হয়েছিল।
সেসময় তিনি বলেছিলেন, এ পদে অনেক মেধাবী বাঘাবাঘা প্রার্থী রয়েছেন, আমি শ্রদ্ধার সাথে তাদের নামের তালিকায় আমার নামটাও যুক্ত করতে চাই।