ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস বা ট্রিপল ই -একটি মশাবাহিত ভাইরাস যাতে আক্রান্ত হলে ৩ জনের মধ্যে ১ জনের মৃত্যু হতে পারে।
সম্প্রতি মিশিগান রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, এই ভাইরাস ব্যারি এবং লিভিংস্টন কাউন্টিতে শনাক্ত হয়েছে।
মশাবাহিত এই ভাইরাসটি ব্যারি কাউন্টির একটি পুলে এবং লিভিংস্টন কাউন্টির একটি অসুস্থ ঘোড়ার শরীরে পাওয়া গিয়েছে।
যেহেতু ট্রিপল ই ভাইরাসটি মিশিগানে শনাক্ত হয়েছে, সেজন্য এখানকার বাসিন্দাদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে যাতে করে মশাবাহিত এই ভাইরাসটির সংক্রমণ না হয়।
ট্রিপল ই ভাইরাস একজন মানুষের দেহ থেকে অন্য জন মানুষের দেহে সংক্রমিত হয় না। শুধুমাত্র মশার কামড়ে সংক্রমিত হয়।
এই বছর এখন পর্যন্ত মিশিগানে কোন মানুষের দেহে এ ভাইরাস শনাক্ত হয়নি। কিন্তু ২০২০ সালে চার জন শনাক্ত হয়। তাদের মধ্যে দুই জন মারা যায়।