মিশিগানে করোনায় মৃত্যু বেড়েই চলেছে রাজ্যে করোনা ভ্যাকসিন আসছে সোমবার


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।  গত ২৪ ঘন্টায় ( ১২ ডিসেম্বর, শনিবার ) রাজ্যে করোনায় সংক্রমিত হয়ে মারা যান ২০৬ জন ( এই ২০৬ জনের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে আগে কিন্তু হিসাবে এসেছে ১২ ডিসেম্বর ), আর আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৮৬ জন।

মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে দশ হাজার ৬৬২ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন চার লাখ ৩০ হাজার ৭৮০ জন।  মিশিগান স্টেট সুত্রে এ তথ্য জানা গেছে। মিশিগান স্বাস্থ্য ও সমাজসেবা বিভাগের মুখপাত্র বব হুইটন বলেছেন, রাজ্যে মৃত্যুর হার বাড়ায় স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন।

মিশিগানে গত এক সপ্তাহে ৪৫ হাজার ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। স্টেট অফিসিয়াল সুত্রে জানা গেছে, আগামী সোমবার ১৪ ডিসেম্বর সকালে রাজ্যে করোনা ভ্যাকসিন আসবে এবং এরপর ভ্যাকসিন দেয়া শুরু হবে।

এদিকে রাজ্যের  স্বাস্থ্য বিভাগ রাজ্যে বসবাসরত এক কোটি মানুষের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কারা করোনার ভ্যাকসিন পাবে তার একটি তালিকা তৈরী করেছে।  ভ্যাকসিন কিভাবে দেয়া হবে রাজ্যের চীফ মেডিকেল এক্সিকিউটিভ ড. জে.  খালদুন তা জানিয়েছেন, প্রথমে জরুরি মেডিকেল পরিসেবা,মেডিকেল ফ্লোরে যারা কাজ করেন, জরুরি বিভাগের কর্মীরা, আইসিইউ কর্মী। 

এরপর নার্স, মনোচিকিৎসা হাসপাতাল, ফস্টার কেয়ার সেন্টার, হোম হেলথ কেয়ার ওয়ার্কার, দাতের চিকিৎসক, এন্ডোস্কপি যারা করেন, যাদের সাথে রোগীর সরাসরি যোগাযোগ রয়েছে, পরিক্ষাগারে কর্মরতরা, ফার্মেসীতে যারা কাজ করেন তারা।

এরপর  গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্টানে কর্মরতরা এবং  ক্রমান্বয়ে স্কুল, চাইল্ড কেয়ার, ১৬ সেক্টরের কর্মীরা, গুরুতর অসুস্থতা, করোনায় মৃত্যু ঝুঁকিতে থাকা লোকেরা এরপর পর্যায়ক্রমে অন্যান্যদের মধ্যে ভ্যাকসিন দেয়া হবে। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *