যুক্তরাষ্ট্রের মিশিগানে সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও হোলি উৎসব উদযাপন করেছেন। মিশিগানের বিভিন্ন মন্দিরে গত ১৭ মার্চ তিথি মতো এবং পরে ২০ মার্চ দোলযাত্রা ও হোলি উৎসব পালন করা হয়েছে। এতে পূজা, অঞ্জলি, আবীর প্রদানসহ বিভিন্ন মাঙ্গলিক কর্মকাণ্ড করা হয়েছে।
দুর্গা মন্দির
ডেট্রয়েটে বাংলাদেশি বংশোদ্ভূতদের পরিচালিত মিশিগানের সবচেয়ে পুরোনো ও সর্বজনীন মন্দির দুর্গা টেম্পলে গত ১৭ মার্চ দুপুরে তিথিমতো শ্রীকৃষ্ণের পূজা, অর্চনা, অঞ্জলি, প্রসাদ বিতরণ করা হয়। শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও শ্রীকৃষ্ণের চরণে আবীর প্রদান করা হয়। গত ২০ মার্চ রোববার আবার ভক্তদের সুবিধার্থে মন্দিরে পূজা, অঞ্জলি, আরতি, দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বিকেলে কীর্তন, হরির লুট, হোলি, রঙখেলা হয়। এতে সব বয়সের ভক্তরা অংশ নেন।
শিব মন্দির
সম্প্রতি প্রতিষ্ঠিত ওয়ারেন সিটির শিব মন্দিরে গত ২০ মার্চ শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে দুপুরে পূজা, গীতাপাঠ, আরতি, মহানাম কীর্তন ও হোলি উৎসব উদযাপন করা হয়েছে। রৌদ্রোজ্জ্বল দিন ও আবহাওয়া ভালো থাকায় মন্দিরের বাইরে ভক্তরা কীর্তন ও রঙখেলা করেন।
কালীবাড়ী
২০ মার্চ মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে দুপুরে শ্রীকৃষ্ণের পূজা, প্রার্থনা, আরতি, প্রসাদ বিতরণ করা হয়। শিশু কিশোরেরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। দোল উৎসবের আকর্ষণীয় দিক ছিল কাঠিখেলা ও কাঠিনাচ। সবশেষে ছিল রঙখেলা।