বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি, ইনক, মিশিগান-এর নির্বাচন ২০২১ আগামী ১০ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার যেসব বাসিন্দা যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাস করেন তাদের কল্যাণের জন্যই এ সমিতি গঠিত হয়েছে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বাবুল-রহিম পরিষদ। পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী যথাক্রমে মোঃ তাহের সিদ্দিক (বাবুল) ও মোঃ রহিম উদ্দিন।
এ পরিষদে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুতুব উদ্দিন, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ জাকারিয়া জামান, সাংগঠনিক সম্পাদক পদে মাসুম আহমদ, সহ-সাধারণ সম্পাদক পদে অলিউর রহমান (খোকন), দপ্তর সম্পাদক পদে রাসেল হোসেন, প্রচার সম্পাদক পদে আব্দুল মতিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আবদুল আজিজ, ক্রীড়া সম্পাদক পদে এম রুবেল আহমেদ এবং ধর্ম ও আইন সম্পাদক পদে আসফাক হোসেন।
কার্যকরী সদস্য পদপ্রার্থীরা হলেন মোহাম্মদ এ হাসান, আব্দুল করিম, শিহাবুল ইসলাম, মোহাম্মদ হক, কবির আহমদ ও রেজাউল হাসান।
নির্বাচনী ইশতেহারে বিয়ানীবাজার সমিতির উন্নতির জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে এ পরিষদ।
তারা বলেছে, তারা নির্বাচিত হলে সমিতির নিজস্ব গোরস্থানের সংখ্যা বৃদ্ধি করবে এবং সমিতির নিজস্ব ভবন ক্রয়ের ব্যবস্থা করবে।
তারা মিশিগানে অবস্থানরত বিয়ানীবাজারবাসীর জন্য একটি স্পোর্টিং ক্লাব গড়ে তোলার অঙ্গীকার করেছে। মিশিগানে নবাগত বিয়ানীবাজারবাসীদের দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করার প্রতিশ্রুতিও রয়েছে বাবুল-রহিম পরিষদের ইশতেহারে।
বাংলাদেশে বিয়ানীবাজার উপজেলার প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা ও শিক্ষাখাতে সহযোগিতা করার অঙ্গীকার করেছে এ পরিষদ। এছাড়া মিশিগানে অবস্থানরত বিয়ানীবাজারের নতুন প্রজন্মকে সমিতিতে সম্পৃক্ত করা এবং সমিতির আদর্শ ও উদ্দেশ্যকে আরও সুসংহত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বাবুল-রহিম পরিষদ।