করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে মিশিগানে যাদের পানি সরবরাহ সংযোগ সেবা বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু হবে। গভর্নর গ্রেচেন হুইটমার এক নির্বাহী আদেশ স্বাক্ষরের মাধ্যমে আদেশ দেন। একই সাথে কমিউনিটি যাতে এই আদেশ মেনে চলতে সহায়তা করে সেজন্য ২ মিলিয়ন ডলারের অনুদান প্রদান করা হচ্ছে।
এই মাসের গোড়ার দিকে করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ডেট্রয়েট সিটি এবং মিশিগান স্টেটে যেখানে পানীয় সংযোগ বিচ্ছিন্ন ছিল সেখানে পুনরায় চালু করার পরিকল্পনা ঘোষণা করে।
গভর্নর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নির্ভরযোগ্য পানির উৎস ছাড়া বসবাসকারী পরিবারগুলির স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে যার দরুন করোনাভাইরাস প্রাদুর্ভাব কমানো কঠিন হবে।
নির্বাহি আদেশটি করোনা ভাইরাস সংক্রমণ থাকা অবস্থায় বলবৎ থাকবে। এবং অতীত বকেয়া বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন হবে না।
পাশাপাশি মিশিগান স্টেট পরিবেশ এবং এনার্জি ডিপার্টমেন্টের মাধ্যমে ২ মিলিয়ন ডলারের তহবিল প্রতিষ্ঠা করেছে যা কমিউনিটি গুলোকে পুনরায় পানীয় সংযোগে সহায়তা করার জন্য অর্থ প্রদান করবে।