মিশিগানে বিমান বিধ্বস্ত, ৩ জন নিহত


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গত ২ জানুয়ারী বিকেল চারটার দিকে এক বিমান দুর্ঘটনায় ৩ ব্যক্তি মারা গিয়েছেন বলে জানা গেছে। রাজ্যের অকল্যান্ড কাউন্টি শেরিফের অফিস সুত্রে জানা গেছে, গত শনিবার রাজ্যের লিয়ন টাউনশিপে এ দুর্ঘটনা ঘটে।

এতে যে তিনজন মারা গেছেন তারা বিমানের পাইলট ও বিমানের যাত্রী বলে অনুমান করা হচ্ছে। ফেডারেল এভিয়েশান প্রশাসনের প্রাথমিক তথ্যানুসারে নিউ হাডসনের অকল্যান্ড সাউথওয়েষ্ট এয়ারপোর্টের অনতি দূরে একটি সিঙ্গেল ইঞ্জিন পাইপার পিএ-২৪ বিমান একটি আবাসিক এলাকায় বিকেল ৪ টার দিকে বিধ্বস্ত হয়

ফেডারেল এভিয়েশান এডমিনিষ্ট্রেশান এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশান সেফটি বোর্ড ঘটনাটি তদন্ত করবে বলে জানা গেছে।অকল্যান্ড কাউন্টি শেরিফের অফিস সুত্রে জানা গেছে বিমানটি একটি বাড়ীর উপর বিধ্বস্ত হয় তবে বাড়ীর লোকজন বেরিয়ে আসতে পেরেছেন। এলাকাবাসীরা জানান, তারা দুর্ঘটনার পর বাড়ীটিতে ছুটে এসে বাসিন্দাদেরে ঘর থেকে বের হতে সাহায্য করেছেন।

দুর্ঘটনায় ও আগুনে বাড়ীটির ব্যাপক ক্ষতি হয়েছে। চেজ সাউথউইক নামক একজন প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে তিনি বিমানটি খুব নীচ দিয়ে যাচ্ছিলো দেখছিলেন, এর কিছুক্ষণ পরই তিনি ধোঁয়া দেখতে পান, মূহূর্তের মধ্যেই তিনি দেখতে পান কালো ধোয়ায় চরিদিক আচ্ছন্ন, তার মনে সন্দেহ হয় তাহলে নীচু দিয়ে যাওয়া বিমানটি কি বিধ্বস্ত হয়েছে।  ঘটনাস্থলে এসে দেখেন সত্যি বিমানটি বিধ্বস্ত হয়েছে, তিনি বলেন ঈশ্বর আমাদের রক্ষা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *