যুক্তরাষ্ট্রের মিশিগানের বিভিন্ন স্থানে গত শনিবার ৫ ফেব্রুয়ারী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ডেট্রয়েটের দুর্গা মন্দির, ওয়ারেন সিটির শিব মন্দির, কালী মন্দিরসহ ব্যক্তিগত উদ্যোগেও তিথিমত সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
দুর্গা মন্দিরে ৫ ফেব্রুয়ারী করোনা বিধি মেনে তিথিমত সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় পূজা, ১২টায় অঞ্জলি, ১টায় শিশুদের হাতে খড়ি, ২টায় প্রসাদ বিতরণ করা হয়।
পূজায় পৌরিহিত্য করেন পারিন্দ্র চক্রবর্তী। প্রতিকূল আবহাওয়া (প্রচন্ড শীত) উপেক্ষা করে বিপুল সংখ্যক ভক্তমন্ডলি মন্দিরে আসেন।
মিশিগানে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবার মন্দিরের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে শিশু কিশোররা ভার্চুয়ালি চিত্রাঙ্গন প্রতিযোগিতা, গান, নৃত্য, কবিতা আবৃতিতে অংশ গ্রহণ করে।
শিব মন্দিরে গত ৫ ফেব্রুয়ারী তিথিমত সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। পূজা, অঞ্জলি, শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ করা হয়। শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এতে সবাইকে সার্টিফিকেট ও পুরষ্কার দেয়া হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোররা গান, নৃত্যে অংশ গ্রহণ করে এবং স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সবশেষ সঙ্গীত পরিবেশন করেন অতিথি শিল্পী মৌরাজ অঙ্কন।
কালী মন্দিরে গত ৫ ফেব্রুয়ারী শনিবার শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে পূজা, অঞ্জলি, শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা অংশ গ্রহণ করেন।