পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ক্যান্টন শহরে স্থানীয় কমিউনিটি সেন্টারে সালমা সুলতানার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (২ মে) অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ক্যান্টন, নোভি, নর্থভিল এবং এনারবর শহরে বসবাসকারী বাঙালিরা অংশগ্রহণ করে।
তাছাড়া, ক্যান্টন টাউনশিপের সুপারভিসর এন মেরি, কংগ্রেসম্যান দেব্বি ডিঙ্গল, ট্রাস্টি তানিয়া গাঙ্গুলি, টাউনশিপ ক্লাক মাইকেল সাইগরিস্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ডেকোরেশন দায়িত্বে ছিলেন রুবু রহমান এবং অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন লায়লা ফারজানা, হাবিব জামান, তানি নাহার, ফারজানা লিমা, সায়েদা পারভীন খান,আফসানা কেয়া এবং নাফিসা জাহেদা।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য সালমা সুলতানা, সাইফ মাসুদ, লতিফ মাসুদ, রাইসা মাসুদ, আব্দুল গোফরান, আশরাফ জাহানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।