যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়টের কনান্ট এভিনিউতে শনিবার (২৫ ডিসেম্বর) “বঙ্গবন্ধু পরিষদ মিশিগান” এর উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন ও স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযুদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহিন আহমদ এবং সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান স্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু আহমদ মুসা, কাউন্সিলম্যান মোঃ কামরুল হাসান, মিশিগান স্টেট আওয়ামীলীগের উপদেষ্টা নুরুল আমিন মানিক, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সাবেক সভাপতি মতিন চৌধুরী। আরোও উপস্থিত ছিলেন মিশিগান স্টেট আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা শফিকুল ইসলাম আহমদ, সৈয়দ মতিউর রহমান শিমু, মহসিন উদ্দিন টিপু, মোবারক আলী মাষ্টারসহ অন্যান্যরা।