ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচ ভাই রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে মৌলভীবাজারের সহকারী কমিশনার নিলুফা ইয়াসমিনের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হয়। এসময় শহরের ভানুগাছ সড়কের পাঁচভাই রেস্টুরেন্টে গিয়ে জরিমানা করেন তারা।
মৌলভীবাজার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, মেয়াদোত্তীর্ন পণ্য রাখা ও কর্তব্যে অবহেলার কারনে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণের ৫৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে।