রফিক-পাইলটরা হেরে গেলেন শচীন-শেবাগের কাছে


বাংলা সংবাদ ডেস্কঃ ভারতের বিপক্ষে হার দিয়েই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ শুরু করেছে বাংলাদেশ লিজেন্ডসরা।টস জিতে আগে ব্যাট করে বাংলার টাইগাররা।আগে ব্যাটিং করে নির্ধারিত ওভার ব্যাট করে  ১১০ রানের টার্গেট দিয়েছিল রফিক-পাইলটরা। কিন্তু মাঠে নেমেই দেখতে হল শেবাগ ঝড়। শেবাগ ঝড়েই উড়ে গেছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়েই তা টপকে যায় ভারত লিজেন্ডস।

শুক্রবার ভারতের রায়পুরের শহীদ বির নারায়ণ আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া লক্ষ তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

বাংলাদেশ লিজেন্ডসের সংগ্রহটা যত বড় হওয়ার কথা ছিল, ততটা হয়নি। অন্তত শুরুতে নাজিমউদ্দিন যেভাবে ব্যাট করছিলেন, মনে হচ্ছিল সম্ভব বড়কিছু। শেষ পর্যন্ত আর সেটা হয়নি। তবুও বাংলাদেশে লিজেন্ডস ভারত লিজেন্ডসকে লক্ষ দিয়েছিল ১১০ রানের।

বিপরীতে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নিয়েছে ভারত লিজেন্ডস। নিজেদের ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন শচীন ও শেবাগ। বাংলাদেশ লিজেন্ডসের বোলাররা পাত্তাই পাননি। ম্যাচ জিতিয়ে ফেরার সময় শচীন ২৬ বলে ৩৩ রান ও শেবাগ ৩৫ বলে ৮০ রান করে অপরাজিত ছিলেন। ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ভারত লিজেন্ডস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *