আগামীকাল ১৫ আগস্ট, রবিবার অনুষ্ঠিত হচ্ছে না মিশিগানের আল কুরআন একাডেমি ও আইসিএনডি- এর উদ্যোগে মসজিদ আল ফালাহ’র সামার ফেস্টিভাল ২০২১।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীকে শ্রদ্ধা জানিয়ে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য সামার ফেস্টিভাল স্থগিত করা হয়েছে।
মিশিগান মহানগর আওয়ামী লীগ, মিশিগান স্টেট আওয়ামী লীগ এবং মিশিগান বঙ্গবন্ধু পরিষদের সাথে আলোচনার মাধ্যমে মসজিদ আল ফালাহ’র ইমাম ও আয়োজকবৃন্দ এ সিদ্ধান্ত নিয়েছেন।
মসজিদ আল ফালাহ’র ইমাম আব্দুল লতিফ আজম বাংলা সংবাদ’কে বলেন “সামার ফেস্টিভাল অনুষ্ঠিত হবে আগামী ২৮ আগস্ট, শনিবার । অনুষ্ঠান শুরু হবে সকাল ১১ টায় এবং শেষ হবে বিকাল ৫ টায়। এতে অংশ নেওয়ার জন্য কোনো ফি দিতে হবে না। সামার ফেস্টিভালে থাকবে বাউন্স হাউজেস, ট্র্যাকলেস ট্রেইনস, আইসক্রিম ক্যান্ডি, ফুড ভেন্ডরস, হিনা বুথ, ফ্রি ব্যাকপ্যাকস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।”
মসজিদ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিশিগান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আহাদ বাংলা সংবাদকে বলেন, ‘মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি মসজিদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত পারস্পরিক সম্পর্কের ভিত্তি আরো মজবুত করবে বলে মনে করে। ১৫ আগস্ট জাতীয় শোক ও বেদনার দিন। ১৯৭৫ সালের এই দিনে ঘাতকেরা সপরিবারে হত্যা করেছে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।’
শোক দিবসকে সামনে রেখে মিশিগানে বসবাসরত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।