এটি ছিল বীরদের প্রতি শ্রদ্ধা। সেই সব বীর, যারা ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার সময় সাহায্যের জন্য ছুটে গিয়েছিল এবং আত্মত্যাগের মাধ্যমে অনেকের জীবন বাঁচিয়েছিল।
ডেট্রয়েট পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্ট শুক্রবার সকাল ১১ টায় ১১ সেপ্টেম্বর স্মরণে ক্যাম্পাস মার্টিয়াসে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের সময় ডেট্রয়েটের ফায়ার কমিশনার এর পক্ষ থেকে বলা হয় যে, ফ্রেন্ডস অফ ফ্লাইট ৯৩ ন্যাশনাল মেমোরিয়াল ডেট্রয়েট ফায়ার ফাইটার সিভাদ জনসনকে ১১ সেপ্টেম্বর এ বিশেষ অবদানের জন্য স্বীকৃতি দিয়েছে।
উল্লেখ্য, ফ্লাইট ৯৩ এর যাত্রী ও ক্রুরা তাদের নিজেদের জীবন উৎসর্গ করে বিমানটিকে একটি মাঠে আছড়ে পড়তে বাধ্য করে এবং সন্ত্রাসীদের এটিকে হামলার অস্ত্র হিসেবে ব্যবহার করতে বাধা দেয়।
গত বছর আগস্টে ডেট্রয়েট নদীতে তিনটি মেয়েকে বাঁচিয়ে জনসন প্রাণ হারান।