এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাস পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সাংবাদিক পুত্র ইহতেশাম আহমদ মাআজ। সে সিলেটের ঐতিহ্যবাহী বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করেছে।
মাআজ বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সিলেট বিভাগের ব্যাুরোচীফ সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ এবং শাহ খুররম ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান নুসরত জাহান সুরাইয়্যা দম্পতির পুত্র। দুই ছেলের মধ্যে মাআজ বড়।
তাদের গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের মইয়ারচক গ্রামে। বর্তমানে বাসা সিলেট আখালিয়ায়।
মাআজ ভবিষ্যতে বিমানের পাইলট হতে চায়। এজন্য সকলের দোয়া চেয়েছে। কৃতিত্বপূর্ণ এ সফলতার জন্য শিক্ষকমণ্ডলী ও মা-বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মাআজ।