১ লাখ ১২ হাজার ডলার মূল্যের নতুন মডেলের হামার গাড়ী ১০ মিনিটের মধ্যেই সবগুলো বিক্রি হয়ে গেছে


এক লাখ ১২ হাজার ডলার মূল্যের জেনারেল মোটর কোম্পানীর নতুন মডেলের হামার ইভি এডিশান ওয়ান গাড়ীর সবগুলোই ১০ মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে।

গত মঙ্গলবার ৮ ডিসেম্বর জেনারেল মোটর কোম্পানী জানিয়েছে, সম্পূর্ন ইলেকট্রিক দ্বারা পরিচালিত নতুন মডেলের হামার ওয়ান সংস্করণটির অক্টোবরে ভার্চুয়াল আত্মপ্রকাশের ১০ মিনিটের মধ্যেই সবগুলো গাড়ী বিক্রি হয়ে গেছে। তবে কতগুলো গাড়ী বিক্রি হয়েছে তা স্পষ্ট করে না বললেও জেনারেল মোটর কোম্পানীর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ডানকান অ্যালড্রেডবলেন, গাড়ীটির চাহিদা ছিল আকাশচুম্বি কারণ এর কম্বিনেশান, বৈশিষ্ট, ক্যাপাসিটি সবকিছুই আকর্ষণীয়, গ্রাহকরা যত শীঘ্র সম্ভব গাড়ীটি চালাতে উদগ্রীব।

এক লাখ ১২ হাজার ৫৯৫ ডলার মূল্যের গাড়ী হামার ইভি এডিশান ওয়ান গত অক্টোবরে উন্মোচন করা হয়েছে, গাড়ীটি আরো পরিক্ষা নিরিক্ষার জন্য জেনারেল মোটর কোম্পানীর িলফোর্ড প্রোভিং গ্রাউন্ডে রয়েছে, শীতকালীন রাস্তায় চলাচল করার পরিক্ষার জন্য শীঘ্রই উত্তর মিশিগান আসবে বলে জিএম সুত্রে জানা গেছে।

গাড়ীটির ইঞ্চিন এক হাজার হর্সপাওয়ারের সমান, পাওয়ার আসবে ২৪ মডিউল আলটিয়াম ব্যাটারি থেকে, একবার চার্জ করলে ৩৫০ মাইল পর্যন্ত চলতে পারবে, তিন সেকেন্ডে ০ থেকে ৬০ মাইল গতিবেগে চলতে পারে, তিনটি বৈদ্যুতিক মোটর সমন্বিত এবং ওপেন এয়ার রুফসহ বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন বলে জিএম সুত্রে জানা গেছে।

আগামী বছরের সেপ্টেম্বরে গাড়ীটি পাওয়া যাবে বলে জিএম জানিয়েছে।  জেনারেল মোটর কোম্পানীর এক হাজার ৬৯৫টি গাড়ীর ডিলার রয়েছে, তবে কতজন ডিলার হামার ইভি বিক্রির চুক্তি করেছেন তা জানায়নি তবে কোম্পানীর নির্বাহী ব্যাবস্থাপক বব সিমন্স জানান, তিনটি ডিলারশিপ ১৪০টি হামারের অর্ডার দিয়েছেন, তিনি আরো জানান, প্রত্যেক ডিলারশিপের জন্য ২ লাখ ডলার বিনিয়োগ করতে হবে, আমরা ইতিমধ্যে অনেক অর্ডার পেয়েছি এবং গ্রহণ করেছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *