‘অদ্ভুত’ পোশাকে সোনম, তিনি কি গর্ভবতী ?


বিনোদন ডেস্ক :: কয়েকদিন আগে স্বামী আনন্দ আহুজা মাটিতে বসে স্ত্রী সোনমের জুতোর ফিতে বেঁধে দেয়ার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে অনেকেই মন্তব্য করেছিলেন, সোনমের প্রেগন্যান্সি নিয়ে। তারা বলেছিলেন, সম্ভবত সোনম মা হতে চলেছেন, সে কারণেই নিচু হয়ে জুতোর ফিতে বাঁধলেন না তিনি। 

এদিকে, সোনমের আরেকটি ভিডিও দেখেও নেটিজেনেরা একই মতামত দিয়েছে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় সোনম কাপুরকে। কোমরে বেল্ট বাঁধা একটি হলুদ পোশাকে অসাধারণ দেখাচ্ছিল বলিউডের ফ্যাশনিস্টকে। চোখে ছিল সানগ্লাস। 

কিন্তু এই ছবি দেখেই অনেকের মন্তব্য, এত ঢিলে পোশাক সোনমের মতো ফ্যাশনিস্টরা কোনোদিনই পরেননি। তার সঙ্গে সোনমের হাঁটার ভঙ্গিতেও নাকি রয়েছে ইঙ্গিত। একইসঙ্গে অনেকের দাবি, প্রেগন্যান্ট হওয়ার কারণেই নাকি হিল জুতো পরা আপাতত বন্ধ রেখেছেন অভিনেত্রী। 

যদিও অফিশিয়ালি সোনম বা তার স্বামী আনন্দ কেউই এ নিয়ে মুখ খোলেননি। বিয়ের পর বেশ কয়েকবারই সোনমের মাতৃত্ব নিয়ে গুজব রটেছে। তবে গুজবটি কতটুকু সত্যি সেটি এখন সময়ই বলে দিবে।