অধ্যাপক ড. প্যাট্রিক ভেইল এর ‘সমন্বিত শিক্ষা’র ওপর বক্তৃতানুষ্ঠান ১২ মে


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট (আইইআর) এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সাথে সম্মিলিতভাবে আলিয়ঁস ফ্রঁসেজ  অধ্যাপক ড. প্যাট্রিক ভেইল এর ‘সমন্বিত শিক্ষা’র (ইনক্লুসিভ এডুকেশন) ওপর বক্তৃতানুষ্ঠান ১২ মে সকাল ১০টা টায়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন  ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বক্তৃতা শেষে তিনি সমন্বিত গ্রন্থাগার ম্যাটেরিয়ালের ওপর একটি উপস্থাপনা পরিবেশন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক মো. আবদুল হালিম। ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রাঁসোয়া ঘ্রোজোঁ অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখবেন।

অধ্যাপক ড. প্যাট্রিক ভেইল ’লাইব্রেরি উইদাউট বর্ডাসর্’ এর সভাপতি এবং ইয়েল ল স্কুল এর একজন বহিরাগত অধ্যাপক। এছাড়াও তিনি ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ (সিএনআরসি)-এর একজন জ্যেষ্ঠ রিসার্চ ফেলো। অধ্যাপক ওয়েইল এর কাজের কেন্দ্রবিন্দুতে রয়েছে কমপ্যারাটিভ ইমিগ্রেশন, সিটিজেনশিপ এবং চার্চ-স্টেট ল অ্যান্ড পলিসি।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। বিজ্ঞপ্তি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *