অনুষ্ঠিত হয়ে গেল বড়লেখা পয়লোয়ান বাড়ি এসোসিয়েশনের বনভোজন


গত রবিবার কুইন্স নিউ ইয়র্কের নিউ কানিং হাম পার্কে অনুষ্ঠিত হয়ে গেল বড়লেখা পয়লোয়ান বাড়ি এসোসিয়েশন ইউএসএ ইনক-এর বার্ষিক বনভোজন-২০২১।

আয়োজকরা জানান, খারাপ আবহাওয়া থাকার পরেও দেড় শতাধিক অতিথির অংশগ্রহণে উপভোগ্য হয়ে উঠে এই আয়োজন।

সেখানে মহিলা অতিথিরা বালিশ টস, মিউজিক্যাল চেয়ার, হরি বাংলা, থ্রেড এবং সুই ইত্যাদি খেলায় মেতে উঠে। আর পুরুষদের জন্য ফুটবল, ভলিবল, দৌড়, মুরগির খেলা, বাচ্চাদের দৌড়, মুরগির খেলা এবং আরও অনেক প্রতিযোগিতামূলক খেলার ব্যবস্থা ছিল।

এছাড়াও র‌্যাফেল ড্র’র আয়োজন ছিল। যেখানে প্রথম পুরস্কার ছিল অ্যাপল আইপ্যাড।

শিশু এবং প্রাপ্তবয়স্ক সব অতিথির জন্য নাশতা এবং দুপুরের খাবারে ছিল ঐতিহ্যবাহী বাঙালি মেন্যু।

পরবর্তী প্রজন্মকে সংস্কৃতি এবং সামাজিক জীবনের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিতে এ ধরনের বনভোজন আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এসোসিয়েশনের সভাপতি আবু সায়েম বলেন, “কোভিড-১৯ এর কঠিন সময়ে এতো সুন্দর আয়োজনের জন্য সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানাতে চাই।”

তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান আজাদ উদ্দিন, বাবুল হুসাইন, ফকরুল হোসেন, আহমুদুল হক, রফিক উদ্দিন, শাফিয়া বেগম, রোকেয়া বেগম, লায়লা বেগম, তুতুর রহমানসহ সব উপদেষ্টাদের।

অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য শামীম আহমেদ, সিরাজ উদ্দিন, শিবলু আহমেদ, নার্গিস ভবি, কুদ্দুস, শমন, সহিম, সফর উদ্দিনসহ সবাইকে ধন্যবাদ জানান এসোসিয়েশনের সভাপতি।

এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুনিমুর রহমান।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *