অপহরণ করে ধর্ষণের দায়ে ফরিদপুরে ৫ জনের যাবজ্জীবন


ফরিদপুরে অপহরণ ও ধর্ষণের দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার (৪ আগস্ট) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলমাগীর কবির এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- উজ্জ্বল খান (২৫), শুকুর আলী (২৬), মিরাজ শেখ (২৫), ইলিয়াস ব্যাপারী (২০) ও শফি মোল্লা (২৫)। তাদের বাড়ি চরভদ্রাসন উপজেলার সালেপুর গ্রামে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বপন পাল জানান, আসামিরা পলাতক রয়েছেন।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক আসামিদের এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অনাদায়ে তাদের আরও তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

মমলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ১৪ এপ্রিল চরভদ্রাসন উপজেলার সালেপুর গ্রামের দুই স্কুলছাত্রীকে আসামিরা অপহরণের পর দলবেঁধে ধর্ষণ করে এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় এক ছাত্রীর বাবা ওই বছরের ১১ জুন চরভদ্রাসন থাকায় পাঁচজনকে আসামি করে অপহরণ ও ধর্ষণের মামলা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *