অবশেষে র‌্যাবের হাতে আরফিন টিলার বশর গ্রেপ্তার


কোম্পানীগঞ্জ উপজেলা শাহ অারফিন টিলার আলোচিত ব্যক্তি বহু মামলার আসামী বশর মিয়াকে বৃহস্পতিবার রাত ১০ দিকে তার নিজস্ব বিল্ডিং থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত বশর মিয়া জালিয়ার পাড় গ্রামের শুকুর আলী পুত্র। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

সুত্রে জানাযায়, রাত ১০টার দিকে বশর মিয়ার বাড়ি ঘেরাও করে রাখে র‌্যাব। পরে সাড়ে ১০টায় তাকে তার ঘর থেকেই গ্রেফতার করা হয়। এসময় অাশপাশ এলাকার শতশত মানুষ বশর মিয়ার বাড়ির সামনে ভীড় জমান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বশর মিয়াকে গ্রেপ্তার করা হয়েে। তিনি বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি টিমও বশর মিয়া গ্রেপ্তারে অংশগ্রহণ করেছে বলে জানান তিনি।

গ্রেপ্তারের পর বশরকে র‌্যাব-৯ এর কার্যালয়ে নেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *