হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর ছড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৩ টি ড্রেজার মেশিন জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রমমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে মাধবপুর সহকারী কমিশনার ভূমি মতিউর রহমান খান পুলিশকে সঙ্গে নিয়ে ওই স্থানে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করেন।
এর সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি মতিউর রহমান খান বলেন বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ভ্রমমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে।