কোভিড –১৯ সংকটকালীন সময়েআমেরিকায় বৈধ ভাবে বসবাসকারী সকলেই সরকার কর্তৃকপ্রদত্ত্ব স্টিমুলাস চেক বা প্রণোদনা অর্থ পেয়েছেন। কিন্তুযাদের বৈধ কাগজ পত্র নেই, তারা সরকার থেকে কোনোপ্রকার অর্থ সহায়তা পাননি।
এমতাবস্থায় ডেট্রয়েট সিটিতে বসবাসরত ব্যাক্তি ওপরিবার, যাদের বৈধ কাগজ পত্র নেই অথবা প্রক্রিয়াধীনআছে এবং সরকার থেকে স্টিমুলাস চেক পাননি, তাদেরজন্য একটি অর্থ সহায়তা তহবিল গঠন করা হয়েছে।
বিভিন্ন সমাজসেবী সংগঠনের মাধ্যমে এবং প্রত্যেককমিউনিটিতে ঐ কমিউনিটির একজনের মাধ্যমে এই অর্থবিতরণ করা হবে।
বাংলাদেশী কমিউনিটিতে গ্লোবাল ডেট্রয়েটের রেজাউল চৌধুরীর সাথে যোগাযোগ করে অতি সহজে এই অর্থ সংগ্রহকরা যাবে।
যোগাযোগ : রেজাউল চৌধুরী ৩১৩ ৬০৩৬৭৮৯অথবা ৩১৩ ৪৫৫ ৯৪৫৮ ইমেইল: rezaul@globaldetroitmi.org