বাংলা সংবাদ ডেস্ক:
সেই উইকেট। নিষ্প্রাণ। বোলারদের জন্য তেমন কিছুই নাই। তারপরও দুয়েকটা উইকেট বেশি হতো, যদি ফিল্ডিংটা ভালো হতো। দ্বিতীয় টেস্টে পাল্লেকেলেতে দাপুটে অবস্থানে শ্রীলঙ্কার। বৃহস্পতিবার প্রথম দুটি সেশন তারা খেলেছে কোনো উইকেট না হারিয়ে।
তবে শেষ পর্যন্ত উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। অভিষিক্ত শরিফুলের হাত ধরে এসেছে সেই উইকেট।
দলীয় ২০৯ রানের মাথায় বিদায় নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তার আগে করেন ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। ১৯০ বলে ১১৮ রানের ইনিংস খেলে শরিফুলের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে থাকা লিটনের গ্লাভসে।
টেস্ট অভিষেকে প্রথম উইকেট প্রাপ্তির আনন্দে ভাসেন শরিফুল।
করুনার ইনিংসে ছিল ১৫টি চারের মার।
এরপর সেঞ্চুরির দেখা পেয়েছেন আরেক ওপেনার লাহিরু থিরিমান্নেও। ২১৩ বলে ১১টি চারে ১০২ রানে ব্যাট করছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২৩৩ রান। থিরিমান্নের সাথে ব্যাট করছেন ওশাদা ফার্নান্দো।
প্রথম দিনে এখনো খেলা বাকি ১৭.৩ ওভার।