অসহায় মানসিক প্রতিবন্ধীর পাশে ‘বড়লেখা ফাউন্ডেশন ইউকে’


বাংলা সংবাদ ডেস্ক:বড়লেখার শংকরপুরের এক অসহায় মানসিক প্রতিবন্ধী ইউসুফ আলী নানা জটিল রোগ নিয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসারত ছিলেন। অর্থ সংকটের দরুণ তার চিকিৎসা ব্যাহত হচ্ছিল। বিষয়টি ‘বড়লেখা ফাউন্ডেশন ইউকে’ বরাবরে উপস্থাপন করেন ইউসুফ আলীর সহোদর রহিম রানা। তার মানবিক আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসে মানবতার সংগঠন ‘বড়লেখা ফাউন্ডেশন ইউকে’।

বুধবার (২৮ এপ্রিল) রাতে বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর পক্ষে একটি প্রতিনিধি দল অনুদানটি তুলে দেন ইউসুফ আলীর সহোদর রহিম রানার হাতে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিলেট টিভি গেইট মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী, বড়লেখা সমিতি সিলেট’র উপদেষ্টা ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে-এর দাতা শুভাকাক্সক্ষী আব্দুর রহমান শাহীন, বড়লেখা সমিতি সিলেট’র সহ সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর দাতা- শুভাকাক্সক্ষী সোহেল উসমান গণি, ৭১ টিভি’র সাংবাদিক ইকবাল মাহমুদ, সাংবাদিক জুলফিকার তাজুল ও মাসুদ আহমদ রনি প্রমুখ।

পরে মোনাজাতের মাধ্যমে মাওলানা দেলোয়ার হোসেন খাঁন বড়লেখা ফাউন্ডেশন ইউকে-এর কর্মকর্তা ও সকল দাতা-শুভাকাক্সক্ষীসহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *