অস্কার-২০২২: সেরা চলচ্চিত্র কোডা, সেরা পরিচালক জেন ক্যাম্পিওন, সেরা অভিনেতা উইল স্মিথ, সেরা অভিনেত্রী জেসিকা চেস্টেইন


এবছর সেরা চলচ্চিত্র হিসেবে অস্কার-২০২২পুরস্কার পেয়েছে ‘কোডা’ এবং সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছে জেন ক্যাম্পিওন। তিনি ‘পাওয়ার অফ দ্য ডগ’ চলচ্চিত্র পরিচালনার জন্য এ পুরস্কার পান।

তাছাড়া সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ। তিনি ‘কিং রিচার্ড’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসিকা চেস্টেইন। তিনি ‘দ্য আইস অফ ট্যামি ফে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

অন্যদিকে সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন আরিয়ানা ডিবোস। তিনি ‘ওয়েস্ট সাইড স্টোরি’ ছবিতে অভিনয় করেছেন।

সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন ট্রয় কোটসুর। তিনি ‘কোডা’ ছবিতে অভিনয় করেছেন।

সিএনএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (২৭ মার্চ) চলচ্চিত্র জগতের সর্বোচ্চ এ পুরস্কার ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *