আইনশৃঙ্খলা বাহিনীর প্রেস ব্রিফিং নিয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ


তদন্তাধীন মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ নির্দেশ বাস্তবায়নের আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন শুনানিকালে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন।

কোনো মামলার তদন্ত চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে প্রেস ব্রিফিং করেন, তা কতটুকু উচিত তা পুলিশের মহাপরিদর্শক আইজিপিকে দেখার কথা বলেছেন আদালত এবং এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটা নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন আদালত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *