সাকের আহমদ :: আগামীকাল উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপ অনুষ্ঠিত হচ্ছে মৌলভীবাজার সদর উপজেলায়।আগামীকাল ভাগ্য নির্ধারনের দিন।কে হতে যাচ্ছেন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।
প্রচারণা শুরু করলেও ভোটের হাওয়া লাগাতে পারেনি প্রার্থীরা । উপজেলা চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় আওয়ামীলীগের মো: কামাল হোসেন নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের মন জয় করতে বাদ যাচ্ছে না কোনো কৌশলই। কিছুতে ভোটের আমেজ ছড়ায়নি ভোটারদের মধ্যে। ভোটাররা যেন মুখ ফিরিয়ে নিয়েছেন। এমন নীরবতায় এ জেলার রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন ভোটাররা মনে করছেন এমন মনোভাব গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনি সংকেত।ভোটের জন্য ভোটারের কাছে ভোট ও দোয়া চেয়ে গত শনিবার প্রচারণা শেষ করেন প্রার্থীরা।
মৌলভীবাজার সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে লড়াই করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু (চশমা), আব্দুল মতিন (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করছেন শাহিন রহমান(পদ্ম ফুল), মিতা ভূঁইয়া তানিয়া (ফুটবল), মিলি আছিয়া রহমান (প্রজাপতি), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা খানম (কলস) প্রতীক পেয়ে।