আজ ১৩ জুলাই থেকে মিশিগানে মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক না পরলে ৫০০ ডলার জরিমানা গুণতে হবে।মিশিগানে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজ্যের গভর্ণর গ্রিচেন হুইটমার গত ১০ জুলাই একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যাতে ঘরের ভিতর বা বাইরে যেখানে মানুষ সমাগম হয় সেখানে অবশ্যই মাস্ক পরতে হবে। তাছাড়া যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না সেখানেও অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তবে কিছুলোক এর আওতামুক্ত থাকবেন, যেমন যাদের বয়স ৫ বছরের নীচে, মেডিক্যালি যারা মুখে মাস্ক পরতে অসুবিধা হয় এবং খাদ্য পরিসেবা প্রতিষ্টানে বসে খাওয়া দাওয়া এবং পান করেন। ইচ্ছাকৃত কেউ এ আদেশ অমান্য করলে তাকে ফৌজদারি শাস্তি সাপেক্ষে ৫০০ ডলার জরিমানা দিতে হবে।
এদিকে গত ২৪ ঘন্টায় মিশিগানে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯০ জন এবং সংক্রমিত হয়ে মারা যান ১ জন। আগের দিন অর্থাৎ ১১ জুলাই এখানে সংক্রমিত হয়ে ২৮ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা যান ৬ হাজার ৬৮ জন এবং আক্রান্ত হন ৬৯ হাজার ৩৩৮ জন।