বাংলাদেশের ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস


আজ ২৬ মার্চ, শনিবার বাংলাদেশের ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

১৯৭১ সালের এই দিনের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন।

এরপর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে একই বছরের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল একটি ভূখণ্ডের, যার নাম বাংলাদেশ।

বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *