আদর্শ জাতি গঠনে সুজানগর আইডিয়াল মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুহাইল আহমদ সুহেল

banglashangbad

আপন মহিমায় উদ্ভাসিত গৌরবময় ইতিহাস ঐতিহ্যের সরব দাবিদার অনন্য এক জনপদের নাম সুজানগর। সুগন্ধি সেরা আগর-আতরের রাজধানী হিসেবে খ্যাত এই জনপদ অর্থনৈতিক উন্নয়নের আইকন হিসেবে যে পরিচিতি লাভ করেছে তার পাশাপাশি এখন শিক্ষা ক্ষেত্রেও যুগান্তকারী ভূমিকা রাখছে। জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষতার এই যুগে ঐতিহ্যের স্মারক মুসলিম সংস্কৃতি বিস্তারের মাধ্যমে ইহ ও পরকালীন সফলতা অর্জনের লক্ষ্যে এই অঞ্চলে ২০০৮ সনে “সুজানগর ক্যাডেট মাদ্রাসা” নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় যা এখন “সুজানগর আইডিয়াল মাদ্রাসা” নামে পরিচিত। “সুজানগর আইডিয়াল মাদ্রাসা” ইসলামী শিক্ষা তথা ইলমে অহীর জ্ঞান বিস্তারে এক নতুন দিগন্তের ইতিহাস রচনা করে চলেছে। উন্নত সিলেবাস, দক্ষ শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা পর্ষদের তত্ত্বাবধান আমাকে বেশি মুগ্ধ করেছে। প্লে গ্রুপ থেকে দাখিল শ্রেণি ও হিফজুল কুরআন বিভাগের আবাসিক-অনাবাসিক ছাত্র-ছাত্রীদের আধিক্যতায় শিক্ষক, শিক্ষা উপকরণ, একাডেমিক বিল্ডিং ও নিজস্ব পরিবহন ব্যবস্থার আরও প্রয়োজন রয়েছে। বর্তমানে নিজস্ব জায়গায় মাদ্রাসা স্থানান্তরের লক্ষ্যে নতুন ও সুপরিকল্পিত ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। দেশ-বিদেশের ধর্মপ্রাণ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এর সহযোগিতায় এগিয়ে এসেছেন। মাওলানা আমিনুল ইসলাম, ফরমুজ আলী, হারিছ আলী, শামসুল ইসলাম, হাফিজ লিয়াকত, আছাব উদ্দিন জুয়েল সহ অনেকেই দিন-রাত এই মাদ্রাসার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ছাত্রদের কুরআন তেলাওয়াত আমাকে আপ্লুত করেছে। আমি মনে-প্রানে স্মরণ করেছি মরহুম মাস্টার সফির উদ্দিন, মরহুম মাও. নাছির উদ্দিন ও মরহুম শামসুল আলমদের এ কারণে যে, আজ তারা বেঁচে থাকলে কুরআনের এই পাখিদের তেলাওয়াতে আমার চাইতে বেশি খুশি ও মুগ্ধ হতেন। মাদ্রাসায় অবস্থাকালীন সময়কে আমার জীবনের শ্রেষ্ঠ সময় বলে মনে হয়েছে। আদর্শ জাতি গঠনে সুজানগর আইডিয়াল মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- মহান আল্লাহ পাক তাঁর দ্বীনের জন্য এই মাদ্রাসাকে কবুল করুন।