আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন


ইসলামী ও জাতীয় কারিকুলাম সমন্বিত বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা, সিলেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৮ ফেব্রুয়ারি ২০২২ ইং
সোমবার মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়ছে।

মাদ্রাসা পরিচালক ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন হুফফাজুল কুরআন সিলেট বিভাগের সভাপতি দরগা হযরত শাহজালাল (রঃ) জামেয় মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ, তিনি বলেন হাদিস থেকে জানতে পারি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা কে নিয়ে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছিলেন, সত্যি আমি অনেক দোয়া ও শুভকামনা করি যারা এই সুন্দর একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন এবং যারা অংশ গ্রহণ করেছেন তাদের প্রতি, এবং আল্লাহ যেন এই মাদ্রাসার সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরকে কবুল করে নেন (আমিন)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্হার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পায়রা সমাজ কল্যান সংঘের সহ-সভাপতি মুফতি আব্দুল খাবির তিনি বলেন আমি আসলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি। এবং যারা আজকের অনুষ্ঠানের আয়োজন করেছেন ও যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ফুজায়েল আহমদ ও হাঃ ফয়ছল আহমদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দরগা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা দাউদ হাসান, সিলেট পুলিশ কনস্টেবল বাচ্চু মিয়া, আব্দুল্লাহ আজাদ, আব্দুল মোমিন, জামাল আবু নাছের, সাফায়াতুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শরিফ আহমদ, হিফজ শিক্ষক মুজ্জাকির আহমদ, ফরহাদ আলী।

নূরানী ছাত্র সংসদের জি এস আব্দুলাহ, পরিচালক আদিব মাহমুদ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *