করোনাকালীন সময়ে কিছুটা মানষিক প্রশান্তি আর বিয়ানীবাজারের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করার অভিপ্রায়ে বিয়ানীবাজার ইয়াং সোসাইটি অফ মিশিগান এর উদ্যোগে গত ৩০শে আগস্ট রবিবার কেনজিংটন মেট্রো পার্কে এক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
কামরুল হাসান ও মাহবুবুল আলমগীর এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিশিগান জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা বিয়ানীবাজারের কৃতি সন্তান জনাব ফারুক আহমেদ চান, হ্যামট্রামিক সিটির সাবেক দুই বারের কাউন্সিল ম্যান আবু আহমেদ মুসা, গোয়াইনঘাট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী, ফিরোজ আলী, দৌলাদিয়া মিয়া, রেহান আহমদ, দেলোয়ার হোসেন, রাজেল তালুকদার সহ আরো অনেকে।
সার্বিক সহযোগিতায় ছিলেন হাফিজ আহমদ, আফজাল লোদী, ছহুল আহমেদ, নোমানুল ইসলাম, দেলোয়ার আনসারী, শিমুল আহমেদ, আব্দুল বাতিন, মাহমুদ হোসেন, রুমণ আহমেদ, পারভেজ আহমেদ। মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন ইউ,এম,বি,নিউজ এর পরিচালক সুলতান জে শরীফ। – প্রেস রিলিজ