ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৪৪টি আসনযুক্ত টিকিটিসহ চার কালোবাজারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন মো. আবু কালাম (২৮), মো. আরিফ (২৯), মো. সোহেল মিয়া (২২) ও মো. হাকিম (৩৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের উত্তর মৌড়াইল এলাকায়।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথের নেতৃত্বে একটি অভিযানিক দল রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই চার টিকিট কালোবাজারিকে ৬১টি আসনযুক্ত ৪৪টি টিকিটসহ আটক করা হয়।
স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ বলেন, আটক কালোবাজারিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।